ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জুন ২০২৪, ০৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে ফেনসিডিলসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
বাগেরহাটে ফেনসিডিলসহ নারী আটক

বাগেরহাট: বাগেরহাটে বাস থেকে ৪৫ বোতল ফেনসিডিলসহ ঝর্ণা বেগম (৬০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।  

রোববার (১১ সেপ্টেম্বর) খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানী ট্রাফিক মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ঝর্ণা যশোর জেলার বেনাপোল উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের মৃত আবু তালেবের মেয়ে।  

এ ব্যাপারে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান এসএম আশরাফুল বাংলানিউজকে বলেন, যাত্রীবাহী বাস থেকে ৪৫ বোতল ফেনসিডিলসহ ঝর্ণা বেগমকে আটক করা হয়েছে। আটক নারীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।