ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বখাটের ১০ মাস কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বখাটের ১০ মাস কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত শাহ পরান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদরাসার ছাত্রীকেউত্ত্যক্তের জেরে এক বখাটেকে ভ্রাম্যমাণ আদালত ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম শাহ পরান (২৬)। তিনি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে।  

পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাহমুদের সালমদী এলাকায় মাদরাসা থেকে এক ছাত্রী বাড়ি ফেরার পথে যুবক শাহ পরান তাকে উত্ত্যক্ত করে। পথে পিছু নিয়ে অশালীন কথা বলে। ছাত্রী বাড়ি ফিরে এ ঘটনা বাবা-মাকে জানায়। পরে ছাত্রীর অভিভাবকরা ইভটিজিংয়ের কথা গ্রামের গণ্যমান্য লোকজনকে জানালে তারা ইভটিজার শাহ পরানকে আটক করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ১৮৬০ সালের ইভটিজিং আইনে শাহ পরানকে (২৬) ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর মোরশেদ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।