ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ধর্ষণের অভিযোগে রুমায় চৌকিদার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
ধর্ষণের অভিযোগে রুমায় চৌকিদার আটক অংক্যসিং মারমা

বান্দরবান: ধর্ষণের অভিযোগে বান্দরবানের রুমা উপজেলায় অংক্যসিং মারমা (৩৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রুমাচর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

 

আটক অংক্যসিং রুমা উপজেলার চরনিচ পাড়া এলাকার প্রুথোইঅং মারমার ছেলে। তিনি রুমা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) বেতন ভাতাভোগী একজন চৌকিদার হিসেবে কর্মরত।

জানা গেছে, গত ১২ আগস্ট দুপুর ১টার দিকে অংক্যসিং মারমা খামারে কাজ করার সময় সেগুন বাগানে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণ করেছেন- এমন অভিযোগে পরিপ্রেক্ষিতে অভিযুক্ত অংক্যসিংকে মারমাকে আটক করে পুলিশ। ভুক্তভোগী ওই নারী ও ধর্ষণের অভিযোগে আটক অংক্যসিং মারমা দু’জনের বাড়ি রুমাচর পাড়ায় এবং উভয়েই বিবাহিত ও তাদের নিজ নিজ সংসারে সন্তানও রয়েছে বলে জানা গেছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।