ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল হলেন রাশেদুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল হলেন রাশেদুল

ঢাকা: জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে নতুন রেজিস্ট্রার জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) পরিচালক (অতিরিক্ত সচিব) মো. রাশেদুল হাসানকে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল নিয়োগ দিয়ে সোমবার (২৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব রণজিৎ কুমারকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক করা হয়েছে।

ভূমি সংস্কার বোর্ডের সদস্য নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহ পান্না।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এমআইএইচ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।