ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাস ভাড়াও কমবে: এনায়েতউল্ল্যাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
বাস ভাড়াও কমবে: এনায়েতউল্ল্যাহ ফাইল ছবি

ঢাকা: জ্বালানি তেলের মূল্য ৫ টাকা কমানোর প্রেক্ষিতে এবার কমছে পরিবহন ভাড়াও। খুব শিগগিরই বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

পরিবহন ভাড়া কমানোর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ।

এই পরিবহন মালিক নেতা বলেন, সরকার জ্বালানি তেলের মূল্য কমানোয় যানবাহনের ভাড়াও কমবে। এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।

সেভ দ্য রোড-এর  মহাসচিব শান্তা ফারজানা বলেন, পরিবহন ভাড়া কমানোর দাবিতে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

অন্যান্য দেশের মতো প্রথম চার কিলোমিটারের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা রাখলেও পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া বাংলাদেশে বেশি। এই ভাড়া কমাতে যেন কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার দাবিতে কর্মসূচি থাকবে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৯, ২৯ আগস্ট, ২০২২
এনবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।