ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশ সীমান্তে, আতঙ্কে স্থানীয়রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশ সীমান্তে, আতঙ্কে স্থানীয়রা

বান্দরবান: মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল বাংলাদেশের বান্দরবান উপজেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে এসে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (২৮ আগস্ট) দুপুর ৩ টার দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের তুমব্রু নোম্যান্সল্যান্ডের কাছে পর পর মর্টার শেলগুলো এসে পড়ে।  তবে সেগুলো বিস্ফোরিত হয়নি।  

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ বাংলানিউজকে জানান, যেখানে মর্টার শেলগুলো পড়েছে সে জায়গা ঘিরে রাখা হয়েছে। শেলগুলো নিস্ক্রিয় করতে বিশেষজ্ঞ দলের আসার কথা রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে মর্টার শেল পড়ার কারণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছে।

নোম্যান্সল্যান্ডের বাসিন্দারা জানিয়েছেন, কয়েকদিন ধরে সীমান্তের ওপারে মিয়ানমারে দফায় দফায় গুলিবর্ষণের আওয়াজ পাওয়া যাচ্ছে।  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস বাংলানিউজকে বলেন, দুটি মর্টার শেল বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে।  এর ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তিনি আরও বলেন,আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

বান্দরবানের পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, মিয়ানমারের দুটি মর্টার শেল জিরো লাইন থেকে আধা কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম ইউনিয়নের দুই নম্বর ওর্য়াডের তুমব্রু সীমান্তে এসে পড়ে। এর মধ্যে একটি উত্তরপাড়া জামে মসজিদের পাশে অপরটি ওই মসজিদ থেকে ২০০ গজ দূরে এসে পড়ে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরপরই 
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সতর্কাবস্থায় রয়েছে।

এ ঘটনায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে জানিয়েছেন,  বান্দরবান জেলার তমব্রু সীমান্তে মিয়ানমারের মর্টার শেল পড়ার ঘটনায় দেশটির কাছে কড়া প্রতিবাদ জানানো হবে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।