ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

থানা হেফাজতে মৃত্যু: রামপুরায় যান চলাচল স্বাভাবিক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
থানা হেফাজতে মৃত্যু: রামপুরায় যান চলাচল স্বাভাবিক

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানা হেফাজতে সুমন শেখের আত্মহত্যার ঘটনায় রামপুরা বাজার সড়কের ডেল্টা হেলথ কেয়ারের সামনে এক পাশের সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছেন নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনরা। তাদের দাবি- সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।

 

শুক্রবার (১৯ আগস্ট) দিনগত রাতে হাতিরঝিল থানার হেফাজতে মৃত্যু হয় সুমন শেখের। পুলিশ জানিয়েছিল- সুমন নিজের পরিহিত ট্রাউজার দিয়ে আত্মহত্যা করেছেন।

এছাড়া পুলিশ বলছে, সুমন ৫৩ লাখ টাকা চুরির মামলার আসামি ছিলেন। গত শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে।

রোববার (২১ আগস্ট) রাতে হাতিরঝিল থানার ইন্সপেক্টর অপারেশন আব্দুল কুদ্দুস বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রায় এক ঘণ্টার মতো তারা রামপুরা সড়কের পশ্চিম পাশের রাস্তায় অবরোধ করে রেখেছিল। পরে পুলিশের অনুরোধে আনুমানিক রাত পোনে ১০টার দিকে তারা রাস্তা ছেড়ে দেয়। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

>> থানা হেফাজতে মৃত্যু: বিচার দাবিতে সড়কে অবরোধ

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।