ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তোফাজ্জল উপজেলার নগর মসজিদ উল্লা হাটির গিয়াস উদ্দিনের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে তোফাজ্জলসহ তিনজন শ্রমিক নগর মিস্ত্রি হাটির রঞ্জিত সূত্রধরের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। দুপুরের দিকে তোফাজ্জল একটি রড মাটি থেকে হাতে নিয়ে উপরের দিকে উঠালে সেটি ৩৩ কেভি (কিলো ভোল্ট) বৈদ্যুতিক লাইনে লেগে যায়। এতে তার শরীর ঝলসে যায়। পরে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ বাংলানিউজকে জানান, তোফাজ্জলের মরদেহ তাদের বাড়িতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য আবেদন করেছে তার পরিবার।
 
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।