ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন বালুচাকুলি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলিম উদ্দিন বেপারী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

কলিম উদ্দিন গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন বালুচাকুলি এলাকার মৃত ফজর আলী বেপারীর ছেলে।  

এলাকাবাসী জানায়, বালুচাকুলি এলাকায় নিজ বাড়িতে গোসল করে ভেজা কাপড় রশিতে শুকাতে দিচ্ছিলেন কলিম। এ সময় পাশে থাকা বিদ্যুতের তারের সঙ্গে ওই ভেজা কাপড়ের স্পর্শ লাগে। এতে কলিম বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে কলিমকে মৃত ঘোষণা করেন।  

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান খান বাংলানিউজকে জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।