ঢাকা, বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ মে ২০২৪, ১৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

সড়ক নিরাপদ করতে ডিএমপি কর্মকর্তাদের অনলাইনে প্রশিক্ষণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
সড়ক নিরাপদ করতে ডিএমপি কর্মকর্তাদের অনলাইনে প্রশিক্ষণ

ঢাকা: রাজধোনীর সড়কে চলাচল অধিকতর নিরাপদ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও জাইকার (JICA) যৌথ উদ্যোগে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর আওতায় সড়ক নিরাপত্তার ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সক্ষমতা বাড়াতে ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।

গত ২৫ জুলাই থেকে শুরু হওয়া প্রশিক্ষণটি আগামী ২১ আগস্ট পর্যন্ত চলবে।

সোমবার (১ আগস্ট)  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৭ জুলাই ডিএমপি হেডকোয়ার্টার্সের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো.  মুনিবুর রহমান প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রকল্পের লিডার ইয়োশিহিসা আসাদা (Yoshihisa Asada) জাইকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রকল্পটির উদ্দেশ্য হলো- রোড সেফটি এডুকেশন ও পাবলিক রিলেশন, সড়ক দুর্ঘটনা রিপোর্ট পর্যালোচনা ও একটি পাইলট প্রকল্পের আওতায় সড়ক নিরাপত্তার জন্য পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং নীতিমালা প্রণয়ন ও কার্যকর করা। প্রকল্পের কাজ ২০২৫ সালের মধ্যে শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।