ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহেশপুরে অস্ত্রসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
মহেশপুরে অস্ত্রসহ আটক ২

ঝিনাইদহ: ঝিনাইদহের বিদেশি পিস্তল ও ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৬।

শুক্রবার (২৯ জুলাই) রাতে মহেশপুর উপজেলার জাগুশা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তদের আটক করা হয়।

আটকরা হলেন- যশোর কোতয়ালী থানার রামনগর গ্রামের মহাম্মদ আলীর ছেলে ফরহাদ হোসেন (৩৩) ও বাঘারপাড়া উপজেলার বেতলাপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মিলন হোসেন (৩৮)।

ঝিনাইদহ র‌্যাব-৬, সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শরিফুল আহসান জানান, যশোর থেকে মোটরসাইকেলে করে ঝিনাইদহের মহেশপুরে মাদক পাচার করা হচ্ছে এমন তথ্য পাওয়া যায়। তথ্যের ভিত্তিতে জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় তল্লাসী করে মিলন হোসেন ও ফরহাদ হোসেন নামের দুই জনের কাছে একটি বিদেশি পিস্তল ও ৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এছাড়া তাদের কাছ থেকে মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।