ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল নবম শ্রেণির শিক্ষার্থী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
বাগেরহাটে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল নবম শ্রেণির শিক্ষার্থী 

বাগেরহাট: বাগেরহাটে তীব্র তাপদাহে শ্রেণিকক্ষে সায়লা আক্তার সাথী নামে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।  

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর উপজেলার মাহাফুজ খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

পরে অভিভাবকরা এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

অসুস্থ শিক্ষার্থী সায়লা আক্তার সাথী উপজেলার মরগাহাট গ্রামের মোশাররফ মেয়ে।  

অসুস্থ ওই শিক্ষার্থীর সহপাঠীরা বলে, এই গরমে ক্লাস করতে অনেক কষ্ট হয়। সঙ্গে লোডশেডিং তো আছেই।  সকালে একটু রোদের তাপ কম থাকে যদি সরকার মর্নিং স্কুলের ব্যবস্থা করে দেয় তাহলে ভালো হত। আজকে আমাদের এক বোন অসুস্থ হয়ে পড়েছে। কাল হয়ত আমরা হব, এখনই স্কুল বন্ধ করে দেওয়ার দরকার।

মাহাফুজ খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিবুর রহমান মিত্রা বলেন, এদিন স্কুলে মাত্র ৪৮ জন শিক্ষার্থী এসেছিল। এই  তীব্র গরমে অনেক শিক্ষার্থীরা বিদ্যালয় উপস্থিত হচ্ছে না। ইতোমধ্যে এক শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়েছে তাকে আমরা জেলা হাসপাতালে পাঠিয়েছি। নতুন শিক্ষা  কারিকুলাম বাস্তবায়নে  শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চাই না। সরকার যদি মর্নিং স্কুলের ব্যবস্থা করে বা অনলাইনে ক্লাস করার মতন ব্যবস্থা করে দেই তাহলে সবাই বাড়িতেই থেকে ক্লাস করতে পারবে।  

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।