ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

পরীক্ষার্থীদের বিক্ষোভের পর দুটি বগি যোগ করে ঢাকা আসছে ‘পদ্মা এক্সপ্রেস’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
পরীক্ষার্থীদের বিক্ষোভের পর দুটি বগি যোগ করে ঢাকা আসছে ‘পদ্মা এক্সপ্রেস’ ঢাকাগামী ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা বুধবার (২৭ জুলাই) দুপুরে শেষ হয়েছে। পরীক্ষা শেষে ঢাকার ফিরতি টিকিট না পেয়ে রাজশাহী রেল স্টেশনে বিক্ষোভ করেছে ভর্তিচ্ছুরা।

 

পরে নতুন দুইটি বগি যোগ করে যাত্রা শুরু করেছে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন ‘পদ্মা এক্সপ্রেস’। বিকেল ৪টা ২০ মিনিটে ছেড়ে আসার কথা থাকলেও বিক্ষোভের কারণে ট্রেনটি ৬টা ২৩ মিনিটে রাজশাহী স্টেশন ছেড়ে যায়।  

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশনে ‘পদ্মা এক্সপ্রেস’ আটকে তার সামনে বসে বিক্ষোভ করেছেন।  

অতিরিক্ত দুটি বগি যুক্ত করে পদ্মা এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার।  

তিনি জানান, শিক্ষার্থীদের একাংশ পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাচ্ছে। অন্যরা রাতের ‘ধুমকেতু’ ট্রেনে করে যাবে।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এসএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।