ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

সুইজারল্যান্ডে স্পিকার্স কনফারেন্স শেষে দেশে ফিরেছেন শিরীন শারমিন চৌধুরী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মে ১৯, ২০২৪
সুইজারল্যান্ডে স্পিকার্স কনফারেন্স শেষে দেশে ফিরেছেন শিরীন শারমিন চৌধুরী

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় ‘ফার্স্ট মিটিং অফ দি প্রিপারেটরি কমিটি ফর দি সিক্সথ ওয়ার্ল্ড কনফারেন্স অফ স্পিকার্স অফ পার্লামেন্ট (২০২৫)’  শীর্ষক সম্মেলনে শেষে রোববার(১৯ মে) বিকেলে দেশে ফিরেছেন।

গত ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত জেনেভায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সুইজারল্যান্ডের সফরকালে স্পিকার ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদরদপ্তরে ‘প্রিপারেটরি কমিটি ফর দ্য ফিফটিন্থ সামিট অফ উইমেন স্পিকার্স অফ পার্লামেন্ট’- শীর্ষক সভাতেও অংশগ্রহণ করেন।
 
স্পিকারের প্রতিনিধিদলে ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও যুগ্মসচিব মো: এনামুল হক।

বাংলাদেশ সময় ১৭৪০ ঘণ্টা, মে ১৯, ২০২৪
এসকে/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।