ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নদীতে নিখোঁজের ৮ দিন পর মিলল মাদরাসা ছাত্রের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
নদীতে নিখোঁজের ৮ দিন পর  মিলল মাদরাসা ছাত্রের মরদেহ রাফিদ হাসান মাহি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার আটদিন পর রাফিদ হাসান মাহি (১৫) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।  

সোমবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কলাতুলি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত রাফিদ হাসান মাহি (১৫) ভৈরব সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ রোড এলাকার ব্যবসায়ী নূরুল আমিন মজুমদারের ছেলে। তিনি স্থানীয় রানীর বাজার এলাকার হাজী জনাব আলী আদর্শ ফোরকানিয়া মাদরাসার হিফজ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন রোববার (১০ জুলাই) সকাল ৬টার দিকে রাফিদ হাসান মাহি তার বাবা নূরুল আমিন মজুমদারের সঙ্গে মেঘনা নদীর ভৈরব বাজার লোহাঘাট এলাকায় গোসল করতে যায়। ঘাটের সিঁড়িতে গোসল করার সময় মাহি নিচে গিয়ে পানিতে তলিয়ে যায়। তখন বিষয়টি টের পেয়ে মাহির বাবা ঘাটের লোকজনদের নিয়ে ছেলেকে উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও মাহির সন্ধান পেতে ব্যর্থ হন। ঘটনার পর থেকে নিখোঁজ মাহির পরিবারের লোকজন তাকে উদ্ধার করতে নৌকা নিয়ে ভৈরবসহ পাশের নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেঘনার বিভিন্ন পয়েন্টে অনুসন্ধান চালান। কিন্তু মাহির মরদেহের উদ্ধার করতে পারেননি তারা ।  

ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইদুর রহমান মরদেহ উদ্ধারের ঘটনাটি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।   

বাংলাদেশ সময় : ১৬৩৩ ঘণ্টা, ১৮ জুলাই, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।