ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাস্তায় বিক্রি হচ্ছে দানের মাংস, কেজি ৩০০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
রাস্তায় বিক্রি হচ্ছে দানের মাংস, কেজি ৩০০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিভিন্ন রাস্তার ধারে কোরবানির মাংস বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা কেজি দরে। বিক্রেতা হচ্ছেন প্রান্তিক লোকজন।

আর ক্রেতা হচ্ছেন নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা। যারা এই ঈদে কোরবানি দিতে পারেনি। ঈদুল আজহা উপলক্ষে জবাই করা পশুর মাংস একদল মানুষ দিনব্যাপী সংগ্রহ করে অর্থ আয়ের আশায় রাস্তায় পাশে বসে তা বিক্রি করে।
 
সোমবার (১১ জুলাই) নগরীর চাষাড়া রেলওয়ে ষ্টেশনে ২ নম্বর রেলগেট এলাকায় সরেজমিনে এ চিত্র দেখা গেছে।

এসময় দেখা যায়, একদল মানুষ তাদের সংগ্রহ করা মাংস কেজি ৩শ’ টাকা থেকে ৫০০ টাকা করে বিক্রি করছেন।

এরআগে রোববার (১০ জুলাই) বিকেলেও এ চিত্র দেখা গেছে।

গোশত বিক্রি করতে বসা আকাইদ বলেন, সারাদিন মাংস সংগ্রহ করেছি। শুধু আমি না, আমার ঘরের অন্য সদস্যরাও মাংস সংগ্রহ করেছে। আমাদের তো ফ্রিজ নেই, যতটুকু দরকার ততটুকু রেখে বাকি মাংস বিক্রি করে দিচ্ছি। এতে কিছু আয় হচ্ছে আবার অন্যরাও খেতে পারছে।

তিনি বলেন, যেহেতু বিভিন্ন গরুর মাংস মিশানো এবং এখানে হাড় কলিজা সব মিলানো তাই দামটা কম। ৩শ’ টাকা থেকে ৫০০ টাকা কেজি বিক্রি করছি। আবার ভাগা বিক্রি করছি ১০০/২০০ টাকা করে। যার যেভাবে সুবিধা কিনতে পারবে।

এদিকে অস্থায়ী এসব দোকানে মাংস কিনতে অনেককেই ভিড় করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।