ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

খুলনা: খুলনায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় খাদিজা বেগম (৫৫) নামের এক নারী মারা যান। এসময় মোটরসাইকেল চালক ও এক আরোহী আহত হয়।

রোববার (১০ জুলাই) রাতে খানজাহান আলী থানার ডাক্তারবাড়ি এলাকায় খুলনা- যশোর মহাসড়কে  এ দুর্ঘটনা ঘটে। খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

 খাদিজা বেগম গিলাতলা ২ নম্বর বিহারী কলোনির মো. জামিল আহমেদের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ডাক্তার বাড়ি এলাকায় রোববার রাত ৮ টার দিকে খাদিজা বেগম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ফুলতলা থেকে দৌলতপুরগামী একটি মোটরসাইকেল খাদিজাকে ধাক্কা দেয়। এ সময় ওই নারী খুলনা-যশোর মহাসড়কে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। তার নাক, মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফুলতলা উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। সেখানেই খাদিজার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, জুলাই ১১ , ২০২২
এমআরএম/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।