ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

দক্ষিণ সিটির ৩১ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
দক্ষিণ সিটির ৩১ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ড থেকে প্রথম দিনে কোরবানি করা পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

রোববার (১০ জুলাই) রাতে এই তথ্য জানায় সিটি কর্পোরেশন।

এদিন রাত ৮টা পর্যন্ত আপডেট শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো- ১০, ১৬, ১৭, ২৩, ২৪, ২৫, ২৬, ২৮, ২৯, ৩০, ৩১, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৯, ৫২, ৫৩, ৫৬, ৫৭, ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২ এবং ৭৪ নম্বর ওয়ার্ড।

এছাড়া আরও ১৭টি ওয়ার্ড থেকে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো- ৫, ৮, ৯, ১১, ১৩, ১৯, ২০, ২১, ৩৪, ৪৮, ৫১, ৫৪, ৫৫, ৫৮, ৫৯, ৬৬, ৭৩ নম্বর ওয়ার্ড।
 
এ পর্যন্ত সার্বিকভাবে প্রায় ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।