ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খিচুরি রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
খিচুরি রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

শেরপুর: শেরপুরের নকলা উপজেলায় রাইসকুকারে খিচুড়ি রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১০ জুলাই) পবিত্র ঈদুল আযহার দিনে সকাল ৯টার দিকে উপজেলার মধ্য নকলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধুর নাম রাজিয়া বেগম কালনী (৩৮)। তিনি ওই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। তিনি দুই সন্তানের মা ছিলেন।  

নকলা থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) তাপস কুমার বণিক জানান, বাড়ির সবাই ঈদুল আযহার নামাজ পড়তে গেলে রাইসকুকারে খিচুড়ি রান্না করছিলেন রাজিয়া। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে মরদেহ থানায় আনা হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।  

পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে রাজিয়ার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০২২ 
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।