ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ত্যাগের মহিমায় নারায়ণগঞ্জে পশু কোরবানি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
ত্যাগের মহিমায় নারায়ণগঞ্জে পশু কোরবানি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসলামী রীতি অনুযায়ী ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পশু কোরবানি করছেন সামর্থ্যবানরা।  

রোববার (১০ জুলাই) সকালে ঈদের নামাজ শেষ করে প্রতিটি এলাকায় মোড়ে মোড়ে কোরবানির জন্য কেনা পশু গরু, খাসি কিংবা দুম্বা কোরবানি করা হয়েছে।

মূলত ত্যাগের সে আনন্দ বা গুরুত্ব সে আনন্দ এ কোরবানির মাধ্যমে প্রকাশ পায়। এর ফলে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।  

কলেজ রোড এলাকার বাসিন্দা দেওয়ান মনসুর জানান, কোরবানি হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এর মাধ্যমে আমরা তাকওয়া অর্জনের চেষ্টা করি। আমরা ত্যাগের মহিমায় নিজেদের জীবনকে কিভাবে সাজাতে পারি তা এই কোরবানি থেকে শিক্ষা নেওয়া উচিত।  

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
এমআরপি/ এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।