ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে ত্রাণ বিতরণ করেছে জেসিএক্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, জুন ২৬, ২০২২
সুনামগঞ্জে ত্রাণ বিতরণ করেছে জেসিএক্স

ঢাকা: ভয়াবহ বন্যার কবলে সিলেট ও সুনামগঞ্জের লাখ লাখ মানুষ। পানিবন্দী এসব মানুষের মধ্যে খাবার আর সুপেয় পানির তীব্র সংকট।

এমন অবস্থায় বন্যার্ত মানুষদের খাবার ও বোতলজাত পানি বিতরণ করেছে জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেড।

শনিবার (২৫ জুন) সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার প্রত্যন্ত এলাকার বন্যাদুর্গত এক হাজারের বেশি পরিবারকে চাল, ডাল, লবণ, বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কাজে কোম্পানিটির সিনিয়র ম্যানেজার রাশেদুল আমিন সাইফ, ম্যানেজার ওয়াহিদুর রহমান, এক্সিকিউটিভ শেখ সাফিয়াত আহমেদ, আর্কিটেক শান্ত নিয়োজিত ছিলেন।

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় জেসিএক্স প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ায়। তারই অংশ হিসেবে এবার সিলেট-সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, জুন ২৬, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।