ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুন ২২, ২০২২
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌরসভা শহরের হোসেন বখত চত্বরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তফসিরুল আলম জুম্মান নামে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

 

নিহত তফসিরুল জেলার ধর্মপাশা উপজেলা পাইকুরাটি ইউনিয়নের রেখাইজুরা গ্রামের বাসিন্দা আলী হোসেনের ছেলে। তিনি লাইনম্যানের কাজ করতেন।

জানা গেছে, উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলের পানি জেলা শহরের ডুকে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যে কারণে সুনামগঞ্জে বিদ্যুৎ বিছিন্ন করে দেওয়া হয়। গত কয়েকদিন ধরে বন্যার পানি জেলা শহর থেকে কমে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য কাজ শুরু করে বিদ্যুৎ বিভাগ। বুধবার বিকেলে বৈদ্যুতের খুঁটিতে উঠে লাইন মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন লাইনম্যান তফসিরুল। এ সময় অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।