ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাজশাহী মহানগরে ৪৪ গোরস্থান-ঈদগাহের উন্নয়ন করছে রাসিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুন ১৮, ২০২২
রাজশাহী মহানগরে ৪৪ গোরস্থান-ঈদগাহের উন্নয়ন করছে রাসিক

রাজশাহী: রাজশাহী মহানগরের সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরের বিভিন্ন ওয়ার্ডের ৪৪টি গোরস্থান ও ঈদগাহের উন্নয়নকাজ বাস্তবায়ন করছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।  

চলমান উন্নয়নকাজের মধ্যে শনিবার (১৮ জুন) দুপুরে মহানগরের মোহাম্মদপুর টিকাপাড়া গোরস্থান ও ঈদগাহের বিভিন্ন উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় উন্নয়নকাজের অগ্রগতি ও নকশা দেখেন সিটি মেয়র।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, ৯৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে রাজশাহী মহানগরের ৪৪টি গোরস্থান ও ঈদগাহের উন্নয়নে চলমান রয়েছে। প্রকল্পের আওতায় মহানগরের ২ ও ১৬ নম্বর ওয়ার্ডে ৬টি গোরস্থান ৫, ১১, ১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডের ৬টি গোরস্থানের অভ্যন্তরে ওয়াকওয়ে নির্মাণ, ১৭ নম্বর ওয়ার্ডের ১২টি গোরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ, ২৩, ৫, ১৬ নম্বর ওয়ার্ডের মোট ৮টি গোরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ, বিভিন্ন ওয়ার্ডের গোরস্থানের অভ্যন্তরে ওয়াকওয়ে নির্মাণ, রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহে মাটি ভরাট, বিভিন্ন গোরস্থানে ১৫টি জানাজা সেড ও ২৮টি অজুখানা নির্মাণকাজ চলছে।

এদিকে পরিদর্শনকালে ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, প্রজেক্টের ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইজার আশরাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুন ১৮, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।