ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

না.গঞ্জে ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুন ১৮, ২০২২
না.গঞ্জে ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। থেমে থেমে বৃষ্টি হওয়ায় নগরীর তীব্র গরমে মেলেছে স্বস্তি।

শনিবার (১৮ জুন) দুপুর থেকে শুরু হয় বৃষ্টি। এর আগে, সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও মাঝে মধ্যে সূর্যের তাপ তীব্র গরমের সৃষ্টি করে। ভ্যাপসা গরমে অস্থির নগরবাসীকে শীতল পরশ দেয় বৃষ্টি।

নগরীর চাষাঢ়ায় অবস্থান করা মেহেদী হাসান সজীব বাংলানিউজকে বলেন, বৃষ্টির কারণে গরম থেকে স্বস্তি মেলেছে। অফিসের কাজে বের হলে ভ্যাপসা গরম থেকে এ বৃষ্টি নগরবাসীকে শান্তির পরশ দেয়।

এদিকে বৃষ্টি পেয়ে ভিজতে বের হয় তরুণ, যুবক ও ছাত্র-ছাত্রীরা। বৃষ্টিতে ভিজতে বের হওয়া মৌটুসী, সাদ্দাম বাংলানিউজকে জানান, এবার গরমে নারায়ণগঞ্জে তেমন বৃষ্টি হয়নি। এরমধ্যে বৃষ্টির দেখা পেয়ে আবেগ ধরে রাখতে পারিনি। তাই ভিজেছি, এখন বাড়ি ফিরে যাবো।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুন ১৮, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।