ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুন ১৭, ২০২২
ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

ঢাকা: ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক মেট্রিক টন আম্রপালি আম উপহার হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৭ জুন) আমগুলো কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনে পাঠানো হয়েছে।

দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের মুখ্যমন্ত্রীসহ ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে আম পাঠিয়েছিলেন।

বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। আর ‘আম ও ইলিশের কূটনীতি’ সম্পর্কটিকে আরও আনন্দময় করে তুলছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুন ১৭, ২০২২
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।