ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

স্কুলে যাওয়ার পথে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুন ১৫, ২০২২
স্কুলে যাওয়ার পথে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় স্কুলে যাওয়ার পথে বন্যার পানিতে নৌকা ডুবে সৌরভ (১০) ও তামান্না (১৫) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুন) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজারের ৯ নম্বর সুরমা ইউনিয়নের গুজাউরা হাওরে এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ ও তামান্না সুরমা ইউনিয়নের বাসিন্দা ময়না মিয়ার ছেলে মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সৌরভ ও তার বড় বোন তামান্না গুজাউরা হাওর দিয়ে ছোট নৌকায় করে স্কুলে যাচ্ছিল। হঠাৎ হাওরে ডেউয়ের তোড়ে নৌকাটি ডুবে তারা নিখোঁজ হয়। পরে দোয়ারাবাজার থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় হাওর থেকে সৌরভ ও তামান্নার মরদেহ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বাংলানিউজকে বলেন, প্রবল শ্রোত থাকায় চিলা নদীতে নৌকা উল্টে ভাই ও বোন নিখোঁজ হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।