ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জুন ১৪, ২০২২
ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে সাখাওয়াত হোসেন (৪৭) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকালে উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সাখাওয়াত রামসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি ওই গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বসত ঘরের পাশে সেচ পাম্পে বৈদ্যুতিক লাইন লাগানোর সময় হঠাৎ তারে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনা টের পেয়ে তার মা চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং তাকে (সাখাওয়াত) মৃত অবস্থায় উদ্ধার করেন।

ওসি আরও জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় নিহতের হাতে পোড়া কালো দাগ রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুন ১৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।