ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

রেললাইনে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মে ২, ২০২৪
রেললাইনে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

ঢাকা: রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। তার নাম হুমায়ুন কবির (৩০)।

বৃহস্পতিবার (২ মে) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

বুধবার (১ মে) রাতে খিলগাও রেলগেটে ঘটনাটি ঘটে। মরদেহ ময়নতদন্তের জন্য আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) রহিমা আক্তার জানান, রাতে ওই ব্যক্তি খিলগাঁও রেলগেটের পাশের রেললাইনে ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, প্রথমে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে সিআইডি ফরেনসিক বিভাগ তার আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করেন। নিহতের নাম হুমায়ুন কবির (৩০) বাবার নাম আওয়াল মিয়া। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা। তবে এখন পর্যন্ত তার কোনো স্বজন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মে ২, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।