ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

৭৫ হাজার ডিম ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুন ১১, ২০২২
৭৫ হাজার ডিম ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ৭৫ হাজার পিস ডিম ডাকাতির ঘটনায় ছয়জন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১১ জুন) বিকেল ৪টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান, একটি প্রাইভেটকার ও ডিম বিক্রির ১ লাখ ১২ হাজার টাকা জব্দ করা হয়।

এর আগে শুক্রবার (১০ জুন) ময়মনসিংহ ও পাশ্ববর্তী গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- খোরশেদ আলম জুয়েল (৩৯), আবু রায়হান (২২), এনামুল হক প্রভাত (২৩), সুমন (২০), সোহাগ আলী (৩০) ও আব্দুস সামাদ (৩১)।

ডিবি ওসি সফিকুল ইসলাম জানান, গত ৩০ মে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডুবা উথুরা এলাকা থেকে একটি ডিম ভর্তি পিকআপভ্যান আটক করে একদল ডাকাত। তারা চালক-হেলপার ও এক কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপভ্যান ভর্তি ডিম ডাকাতি করে পালিয়ে যান। পরে পিকআপভ্যানটি স্থানীয় সাইনবোর্ড এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে ফেলে রাখেন।

এ ঘটনায় ডিম ব্যবসায়ী নূরুল ইসলাম বাদি হয়ে ঘটনার দিন রাতে ভালুকা থানায় মামলা করেন। ওই মামলাতেই এ ছয়জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ১১ জুন, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।