ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করায় সতন্ত্র মেয়র প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুন ৯, ২০২২
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করায় সতন্ত্র মেয়র প্রার্থীকে জরিমানা

ঝিনাইদহ: ঝিনাইদহে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করায় পৌরসভার নির্বাচনে নারিকেল গাছ প্রতিকের সতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এস নুরুন্নবী এ জরিমানা করেন।

আদালত সুত্রে জানা যায়, সতন্ত্র মেয়র প্রার্থী তার গাড়িতে পোস্টার লাগিয়ে প্রচারণা করে আসছিলেন। এছাড়া শহরের ক্যাসেল ব্রীজ এলাকায় নির্বাচনী ক্যাম্পে মাইক বেঁধে প্রচারণা করছিলেন। এ অভিযোগে আদালত তাকে জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এস নুরুন্নবী বাংলানিউজকে জানান, পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ এর ৩১ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেখানে প্রার্থীর প্রতিনিধি হাবিবুল বাশারের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রতিনিধিদের শাস্তির মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুন ৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।