ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পাচ্ছে ১০ হাজার পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুন ৭, ২০২২
নেত্রকোনায় বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পাচ্ছে ১০ হাজার পরিবার

নেত্রকোনা: নেত্রকোনায় পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এবং অসহায় হতদরিদ্র ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

মঙ্গলবার (৭ জুন) সকালে চারটি কাভার্ডভ্যানে করে খাদ্য সামগ্রীর পাঁচ হাজার প্যাকেট নেত্রকোনা জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্রে এবং পাঁচ হাজার প্যাকেট জেলা পুলিশ লাইনস গোডাউনে জমা রাখা হয়েছে।


 
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও জেলা প্রশাসনের পক্ষে জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ রুহুল আমিন প্যাকেটগুলো বুঝে নেন।
 
সার্বিক সহযোগিতায় রয়েছেন বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আলপনা বেগম, নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক সোহান আহমেদ, বাংলানিউজের আব্দুর রহমান উপস্থিত থেকে প্যাকেটগুলো প্রশাসনিক কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেন।

পুলিশ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পরে পর্যায়ক্রমে দরিদ্র পরিবারগুলোর মধ্যে বসুন্ধরা গ্রুপের এসব ত্রাণ বিতরণ করা হবে।  

ত্রাণের প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি করে চাল, এক কেজি করে ডাল ও এক প্যাকেট করে মুড়ি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুন ৭, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।