ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোটচাঁদপুরে নারীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জুন ২, ২০২২
কোটচাঁদপুরে নারীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় তসলিমা বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।  

বুধবার (১ জুন) রাত ৯টার দিকে ওই উপজেলার লক্ষ্মীপুর গ্রামে আখ সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তসলিমা ওই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আলম মণ্ডলের স্ত্রী। আলম পেশায় ব্যাটারিচালিত ইজিবাইকচালক।

লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, বুধবার রাত ৯টার দিকে তসলিমা মোবাইলফোনে কথা বলতে বাড়ির বাইরে যান। পরে আর বাড়িতে ফিরে আসেননি। রাতে খোঁজাখুঁজির একপর্যায়ের বাড়ির পাশের আখ সেন্টার এলাকায় ঘাসের ওপর তসলিমার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।  

তবে, কে বা কারা তাকে কী কারণে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।

প্রতিবেশী মিজানুরের রহমানের সঙ্গে তাদের বেশ কয়েক দিন ধরে বিরোধ চলছিল। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে স্বজনদের অভিযোগ। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুন ০২, ২০২২/আপডেট: ১১৩৪ ঘণ্টা
এসআরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।