ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেটে টিলা ধসে ঘুমের মধ্যে এনজিও কর্মীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, মে ১৪, ২০২২
সিলেটে টিলা ধসে ঘুমের মধ্যে এনজিও কর্মীর মৃত্যু

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে মাটি চাপায় ঘুমের মধ্যে মারা গেলেন অপু পাল নামে এক এনজিও কর্মী।

শনিবার (১৪ মে) ভোর রাতে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের চক্রবর্তীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অপু পাল লক্ষণাবন্দ ইউনিয়নের চক্রবর্তী গ্রামের ডা. নকুল পালের ছেলে। তিনি বর্তমানে বেসরকারি সংস্থা আশাতে কর্মরত ছিলেন এবং স্থানীয় নিশ্চিন্ত আইডিয়াল একাডেমির সাবেক শিক্ষক ছিলেন। দুর্ঘটনার তার ছোট ভাই গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল। শনিবার ভোররাতে ভারী বর্ষণে টিলা ধসে পড়লে ঘরের দেয়াল ভেঙে মাটি চাপা পড়ে ঘুমের মধ্যেই প্রাণ হারান তিনি। এ ঘটনায় তার ছোট ভাইও গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তার ছোট ভাইকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।

সিলেটের লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ১৪ মে, ২০২২
এনইউ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।