ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে প্রবল বর্ষণে তলিয়ে গেছে ফসলের ক্ষেত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মে ১৩, ২০২২
সৈয়দপুরে প্রবল বর্ষণে তলিয়ে গেছে ফসলের ক্ষেত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে প্রবল বৃষ্টিপাতে তলিয়ে গেছে ক্ষেতের ফসল। ধান কাটতে না পেরে থৈ থৈ পানিতে মাছ ধরছেন স্থানীয় ও জেলেরা।

শুক্রবার (১৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এ বৃষ্টিতে শহরের অনেক নিচু স্থানে পানি জমে যায় এবং গ্রামের নদী-নালা পানিতে ভরে যায়। এছাড়া বিভিন্ন স্থানে উঠতি বোরো ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, সৈয়দপুরে ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সৈয়দপুরের কামারপুকুর, বোতলাগাড়ি, খাতামধুপুর, বাঙালিপুর, কাশিরাম বেলপুকুর ঘুরে দেখা যায়, বৃষ্টিতে নিচু এলাকার বোরো ধান ক্ষেত পানিতে তলিয়ে গেছে। সেই সঙ্গে পটল, করলা, বরবটি, শসা, ঝিঙে, পাট ক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

মাঠ পর্যায়ে কৃষি বিভাগ ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে। এছাড়া মাঝারি ঝড়ে বিভিন্ন স্থানে বেশকিছু কাঁচা ঘর-বাড়ি পড়ে গেছে এবং রাস্তাঘাটের ক্ষতি হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইন জানান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মে ১৩, ২০২২
এফআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।