ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে বলিখেলায় চ্যাম্পিয়ন তিনজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, মে ১৭, ২০২৪
খাগড়াছড়িতে বলিখেলায় চ্যাম্পিয়ন তিনজন

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বলিখেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) খাগড়াছড়ি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

কয়েক ধাপে ৩৬ জন বলি অংশ নেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল খেলায় কেউ কাউকে হারাতে না পারায় কুমিল্লার শাহজালাল বলি ও খাগড়াছড়ির সুমন বলি ও সৃজন বলি যৌথভাবে চ্যাম্পিয়ন হন। খেলা শেষে সবার মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মে ১৭, ২০২৪
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।