ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাল্টিপারপাসের জমানো টাকা ফেরত পেতে ভুক্তভোগীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মে ১২, ২০২২
মাল্টিপারপাসের জমানো টাকা ফেরত পেতে ভুক্তভোগীদের বিক্ষোভ

ঢাকা: রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটে গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. এর প্রায় ৫ হাজার গ্রাহকের অন্তত ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে উঠেছে। টাকা ফিরে পেতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (১২ মে) সকাল ১১ টার পর থেকে থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ভুক্তভোগীরা।

রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, মূল অভিযুক্তকে আমরা গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছি। ভুক্তভোগীরা যেন উপকৃত হয়, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।

ভুক্তভোগীদের অধিকাংশই নিরীহ লোকজন। কেউ গার্মেন্টস কর্মী, কেউ রিকশা চালক, আবার কেউ গৃহকর্মী। তাই কিছু না বুঝেই ৫০০-৭০০ জন থানার সামনে এসে বিক্ষোভ করছেন। তাদেরকে  আমরা বোঝানোর চেষ্টা করছি। কার কার কাছ থেকে টাকা নিয়েছে আমরা তার একটি তালিকা করছি। প্রকৃতপক্ষে কত জন লোক ক্ষতিগ্রস্ত সেই তালিকা পাওয়া যাচ্ছে না।

এর আগে মঙ্গলবার (১০ মে) রাতে মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মালিক আলাউদ্দিন হোসেনকে আটক করেছে রামপুরা থানা পুলিশ। বুধবার (১১ মে) থানার সামনে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা।

বিক্ষোভকারী গ্রাহকরা জানান, প্রায় ৫ হাজার গ্রাহকের ৩০ থেকে ৪০ কোটি টাকা আত্মসাৎ করেছেন গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মালিক আলাউদ্দিন হোসেন। অপেক্ষাকৃত নিম্নবিত্তরা এ সমিতিতে টাকা জমা রেখেছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ১২, ২০২২
পিএম/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।