ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৩ লাখ ৭৫ হাজার টন জ্বালানি তেল ক্রয়ের অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
৩ লাখ ৭৫ হাজার টন জ্বালানি তেল ক্রয়ের অনুমোদন

ঢাকা: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর থেকে দুই লটে ৩ লাখ ৭৫ হাজার টন জ্বালানি তেল ক্রয়ের অনুমতি দিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৫৪ কোটি ৩৮ লাখ টাকা।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ক্রয় কমিটির অনুমোদনের জন্য (টেবিলে একটি প্রস্তাবসহ) মোট নয়টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ক্রয়ের প্রস্তাবনাগুলোর মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের তিনটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি, শিল্প মন্ত্রণালয়ের দুটি, সুরক্ষা সেবা বিভাগের একটি এবং কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত নয়টি প্রস্তাবে মধ্যে ছয়টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মোট অর্থের পরিমাণ ৫ হাজার ৬৮৬ কোটি ৭১ লাখ ২১ হাজার ৮৬ টাকা।  

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. সাবিরুল ইসলাম বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক প্যাকেজ-এ ও বি ‘তে ইন্দোনেশিয়া পিটি বুমি সিয়াক পুসাকু জাপিন থেকে তিন লাখ টন গ্যাস অয়েল তিন হাজার ২৭৪ কোটি ৩২ লাখ টাকায় এবং প্যাকেজ-বি ‘তে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ৭৫ হাজার মেট্রিক টন (জেট এ-১) ৭৮০ কোটি ছয় লাখ টাকায় অর্থাৎ সর্বমোট তিন লাখ ৭৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ৪ হাজার ৫৪ কোটি ৩৮ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক সিঙ্গাপুর থেকে মাইক্রোসফট. ভিটল এশিয়া পিটিই লিমিটেডের কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৯৯১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ৫০০ টাকায় আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি৷ 

সভায় অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হলো; সুরক্ষা সেবা বিভাগের অধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক তিন মিলিয়ন বুকলেট তৈরির কাঁচামালের পরিবর্তে তিন মিলিয়ন তৈরি ই-পাসপোর্ট বুকলেট ভেরিডোস জিএমবিএইচ এর কাছ থেকে আমদানির জন্য ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৩৯ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৮৩৬ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।