ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে অটোরিকশাসহ ৩ ছিনতাইকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
কিশোরগঞ্জে অটোরিকশাসহ ৩ ছিনতাইকারী আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ছিনতাই হওয়া অটোরিকশাসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

আটক ছিনতাইকারীরা হলেন-কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের স্বল্প যশোদল-নধার এলাকার নুরুল হকের ছেলে রমজান মোবারক (২৮), একই এলাকার বাবুল মিয়ার ছেলে মো. শাকিব (১৯) ও মো. ধনু মিয়ার ছেলে আরাফাত মুন্না (১৬)।  

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করিমগঞ্জ উপজেলার দক্ষিণ নানশ্রী এলাকার অটোরিকশাচালক আসকর আলী র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন যে গত ২৬ এপ্রিল দিনগত রাত সোয়া ১০টার দিকে নলিয়ারচর তিন রাস্তার মোড়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে এবং মারধর করে কয়েকজন ছিনতাইকারী তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যান। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখে ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করে র‌্যাব। এরপর মঙ্গলবার (২৬ এপ্রিল) দিনগত রাত পৌনে ২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মুসলিমপাড়ায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ওই তিন ছিনতাইকারীকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিন ছিনতাইকারী অটোরিকশাটি ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, আটক তিন ছিনতাইকারীর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।