ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালাল বিমানবন্দরের টয়লেটে ৪৬টি স্বর্ণের বার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
শাহজালাল বিমানবন্দরের টয়লেটে ৪৬টি স্বর্ণের বার ছবি: সংগৃহীত

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম।

বুধবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে কাস্টমস গোয়েন্দা দল। পরে সকাল সাড়ে ৮টার দিকে এয়ারপোর্টের টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ান ২টি বান্ডেল পাওয়া যায়। যেখানে ওই স্বর্ণ ছিল। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দারা জানিয়েছে, রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণবারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।