ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জ হাসপাতালের ১৯ দালালের নামে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
নারায়ণগঞ্জ হাসপাতালের ১৯ দালালের নামে গ্রেফতারি পরোয়ানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের (১০০ শয্যা বিশিষ্ট) দালাল চক্রের ১৯ সদস্যের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কাউসার আলমের আদালত এ আদেশ দিয়েছেন।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন- ইবনে আবু সাইদ রনি, মো. জাহিদুল ইসলাম, সঞ্জয় চন্দ্র দাস, মো. আকাশ ইসলাম, মো. আমির হোসেন, মো. জাহিদ, ফরহাদুজ্জামান, মো. আরাফাত হোসেন মোল্লা, মো. অপু, মো. নাজমুল, মো. আকাশ, মো. রাব্বি, বাপ্পী মন্ডল, মো. সবুজ, মো. ইজাজুল, মারুফ, হিরুচি আক্তার, হাজেরা বেগম ও হিরা।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, দালালদের দৌরাত্ম্যে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের রোগীরা জিম্মি হয়ে পড়েছে এমন সংবাদ প্রকাশের পর বিষয়টি আদালতের নজরে আসে। আদালত ঘটনার তদন্তের নির্দেশ দেন জেলা গোয়েন্দা পুলিশকে।  

এরপর তদন্তে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে ১৯ আসামির নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
এমআরপি/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।