ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কয়লাবোঝাই জাহাজডুবে নিখোঁজ ১১ জনকে জীবিত উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
কয়লাবোঝাই জাহাজডুবে নিখোঁজ ১১ জনকে জীবিত উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর উপকূলের বঙ্গোপসাগরে কয়লাবোঝাই ‘সজল তন্ময়-২’ নামে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ ১১ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।  

শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম আব্দুর রউফ।

তিনি জানান, ডুবে যাওয়া জাহাজের আশেপাশের অন্য লাইটারেজ জাহাজের সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।

এরআগে, বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে জাহাজটি ডুবে নিখোঁজ হন ১১ জন ক্রু। কোস্টগার্ড কর্মকর্তা বলছেন, জাহাজটি সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ডুবেছে।

>>> বঙ্গোপসাগরে কয়লাবোঝাই জাহাজ ডুবি, নিখোঁজ ১১

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।