ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আবারও আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আবারও আগুন

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় বালুখালীর ১৭ নম্বর রোহিঙ্গা শিবিরের আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি ঘর রোহিঙ্গা বসতি ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একটি লার্নিং সেন্টার (শিশু শিক্ষাকেন্দ্র) পুড়ে গেছে।

 

সোমবার (৪ এপ্রিল) দুপুরে বালুখালী ক্যাম্পের ইরানী পাহাড়ের কাছে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোথা থেকে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক

বেলা আড়াইটার দিকে বালুখালী ক্যাম্পের ইরানী পাহাড়ের কাছে আগুনের ফুলকি দেখে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগে আগুনে তিনটি রোহিঙ্গা বসতি ও ব্র্যাকের একটি লার্নিং সেন্টার পুড়ে যায়।

দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনলে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যেতো। আগুনের সূত্রপাত কোথা থেকে, তা জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।