ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

অন্ধ মতিনের মাথা গোঁজার ঠাঁই আগুনে পুড়ে ছাই!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
অন্ধ মতিনের মাথা গোঁজার ঠাঁই আগুনে পুড়ে ছাই! পোড়া ঘরের টিন।

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অন্ধ মতিন মিয়ার বসতঘরটি আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে দমকল বাহিনীর দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় মতিনের বসতঘর। এছাড়া আগুন কেড়ে নিয়েছে তার ৬টি ছাগল ও ১০টি মুরগিসহ সব মালপত্র।

জানা গেছে, অন্ধ মতিন মিয়া দরিদ্র হওয়ার কারণে সরকারি সহায়তায় টিনশেড দিয়ে ঘরটি নির্মাণ করে দেওয়া হয়েছিল।

রোববার (২৭ মার্চ) দিনগত ৭টা ৫০ মিনিটে এ আগুনে সূত্রপাত হয়।  

হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, রাত ৭টা ৫০ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে মতিন মিয়ার ৬টি ছাগল ও ১০টি মুরগিসহ প্রায় দুই লাখ টাকার সম্পদ ছাই হয়ে গেছে।

তিনি আরও জানান, বিকেলে মতিন মিয়ার স্ত্রী ও মেয়ে চিকিৎসক দেখানোর জন্য শহরে আসেন।  মতিন মিয়া বাড়িতে একা ছিলেন, তিনি চোখে দেখতে পান না। হঠাৎ তিনি আগুনের তাপ অনুভব করলে চিৎকার দেন। তখন আশপাশের লোকজন এসে ফায়ার সাভিসে খবর দেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও বলা যাচ্ছে না।  

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।