ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অতিরিক্ত খাজনা আদায়, তদারকি করতে মাঠে কর্তারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
অতিরিক্ত খাজনা আদায়, তদারকি করতে মাঠে কর্তারা অতিরিক্ত খাজনা আদায়, তদারকি করতে মাঠে কর্তারা

খাগড়াছড়ি: বাজারে অতিরিক্ত খাজনা (টোল) আদায়ের একের পর এক অভিযোগের পরিপ্রেক্ষিতে খাগড়াছড়িতে বাজার পরিদর্শন ও তদারকিতে মাঠে নেমেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।  

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি বাজার পরিদর্শনে নামেন তিনি।

এ সময় খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ঠিকাদার দিদারুল আলম দিদার, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সঞ্জিব ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, সাংবাদিক নেতা প্রদীপ চৌধুরী, আবু দাউদসহ বাজার ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।  

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান বাজারের বিভিন্ন খোঁজখবর নেন এবং ইজারাদাররা বাজারে কি পরিমাণে খাজনা আদায় করছেন, সে বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে খোঁজ নেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে খাগড়াছড়ির ইতিহাসে এটিই প্রথম কোনো জেলা পরিষদ চেয়ারম্যানের সরেজমিনে বাজার পরিদর্শনের ঘটনা।

জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, বাজারের শৃঙ্খলাসহ সব বিষয়ে সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসায়ীদের সুখ-দু:খ ভাগাভাগি করে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
এডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।