ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পোশাক শিল্প শ্রমিকদের ৫ শতাংশ মজুরি বাড়ানোর দাবি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
পোশাক শিল্প শ্রমিকদের ৫ শতাংশ মজুরি বাড়ানোর দাবি মানববন্ধন

ঢাকা: নতুন বছরে পোশাক শিল্প শ্রমিকদের পাঁচ শতাংশ মজুরি বাড়ানোর দাবি জানিয়েছে টেক্সটাইল গার্মেন্টস ওর্য়াকার্স ফেডারেশন।  

শুক্রবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা শ্রমিক নেতা আবুল হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শ্রমিক নেতা তপন সাহা, নূরে আলম খান, সেলিম হোসেন, জাহিদুল ইসলাম বাদশা, মালা রাণী, পারভিন বেগম ও নজরুল ইসলাম প্রমুখ। এ সময় সংগঠনটির নেতাকর্মীসহ টেক্সটাইল গার্মেন্টসের শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বিগত ৩০ বছর আমরা যেমন হারিয়েছি অনেক, তেমনি অর্জনও অনেক। এ সময়ে সংগঠনের অসংখ্য নেতাকর্মী জেল-জুলুম, মামলা-হামলার শিকার হয়েছেন। অনেক নেতাকর্মী আত্মদান করেছেন। এসব নেতাকর্মীদের আত্মদানের ফলে গার্মেন্টস শ্রমিকদের মজুরি ৪২৭ থেকে আট হাজার টাকা অর্জিত হয়েছে।  

শ্রমিক নেতারা বলেন, নতুন বছরে ২০২১ সালে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়ানোর আইন রয়েছে। কিন্তু মালিকরা করোনার অজুহাত তুলে মজুরি বাড়ানোর আইনি বিধান স্থগিত করার পাঁয়তারা করছেন। শ্রমিকদের জীবন-জীবিকা ও শিল্পের স্বার্থে মৃত্যুর ঝুঁকি নিয়ে কারখানায় উৎপাদন করে গেছেন। তাই নতুন বছরের শুরুতে শ্রমিকদের পাঁচ শতাংশ মজুরি বাড়াতে হবে।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
টিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।