bangla news

করোনা: জামালপুরে নমুনা ফলাফলে হ-য-ব-র-ল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০৫ ১১:৫৯:২৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জামালপুর: জামালপুরে নমুনার ফলাফলে হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়েছে।  

জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) পুরো জেলায় ৫১ জনের করোনা ভাইরাস সংক্রমণ পজিটিভ আসে। এর আগে গত ২৭ মে , ৩১ মে ও ১ জুন দেওয়া নুমনা পরীক্ষায় ফলাফলে জামালপুরে মোট আইসোলেশনে থাকা তিনজন ও নতুন করে আরও ৫১ জনের প্রতিবেদনে পজিটিভ আসে। এদের মধ্যে ১৮ জনই জেলার বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা। কিন্তু ৪ জুন দিনগত রাত ১১টার দিকে এদের মধ্যে পাঁচ জনের মোবাইলফোনে মেসেজে করোনায় আক্রান্ত নয় মর্মে নেগেটিভ আসে। ফলে করোনার ফলফল নিয়ে সন্দেহ ছড়িয়ে পড়েছে। কোন ফলফলটাকে বিশ্বাস করবে এনিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 

এ বিষয়ে শক্রবার (৫ জুন) সকালে জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাশ বাংলানিউজকে বলেন, আমরা বিষয়টি শুনেছি এবং সমধানের জন্য ময়মনসিংহ ও ঢাকায় যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া এদের থেকে আবারও নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ পাঠিয়ে দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমধান করা হবে। 

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ০৫, ২০২০
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   জামালপুর করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-05 11:59:26