ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

মাদারীপুর থেকে জেএমবি’র সক্রিয় সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, মে ২৩, ২০২০
মাদারীপুর থেকে জেএমবি’র সক্রিয় সদস্য আটক র‌্যাবের হাতে আটক জেএমবি সদস্য। ছবি: বাংলানিউজ

বরিশাল: র‌্যাব-৮ এর অভিযানে মাদারীপুর থেকে ১ জন জেএমবি’র সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃত জাবেদ ওরফে জাবের হাওলাদার (২৬) মাদারীপুর জেলার রাজৈর থানার পশ্চিম স্বরমঙ্গল এলাকার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।  

শনিবার (২৩ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় গমন করে গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলেও স্বীকার করে।

এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামীর বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়।

জাবেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-৮ তৎপর রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময় : ১৫৫০ ঘন্টা, মে ২৩, ২০২০
এমএস/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ