ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সন্ধ্যা ৬টার পর রাজশাহীতে ওষুধ ছাড়া সব দোকান বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
সন্ধ্যা ৬টার পর রাজশাহীতে ওষুধ ছাড়া সব দোকান বন্ধ

রাজশাহী: করোনা পরিস্থিতি মোকাবিলায় সোমবার (৬ এপ্রিল) নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সিদ্ধান্ত অনুযায়ী মহানগর এলাকায় প্রতিদিন সন্ধ্যা ৬টার পর থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া অন্য কোনো মার্কেট, দোকান বা সুপারশপ খোলা রাখা যাবে না।

করোনা সংক্রমণ প্রতিরোধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ূন কবির সোমবার এই নির্দেশনা জারি করেছেন।

সোমবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহী মহানগরের বাইরে থেকে কোনো যানবাহন বা ব্যক্তি জরুরি প্রয়োজন ছাড়া মহানগরে প্রবেশ করতে পারবেন না। একইভাবে মহানগর এলাকা থেকে বের হতেও পারবেন না। মহানগরের কোন বাসিন্দা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না এবং অযথা কোনো যানবাহন রাস্তায় চলাচল করা যাবে না।

তবে জরুরিসেবা, চিকিৎসাসেবা, ভোগ্যপণ্য, কৃষি পণ্য, রপ্তানিপণ্য ইত্যাদি পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন এ নির্দেশনার আওতামুক্ত থাকবেন বলেও উল্লেখ করেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এসএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।