ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

পল্লবীতে হ্যাকার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, জানুয়ারি ১৪, ২০২০
পল্লবীতে হ্যাকার গ্রেফতার

ঢাকা: রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে মোক্তার হোসেন বাবু (২১) নামে এক হ্যাকারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।

সোমবার (১৩ জানুয়ারি) দিনগত রাতে পল্লবীর বানরটেক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের সহকারি পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ জানান, ২২ ডিসেম্বর bissoy.com নামক একটি বাংলাদেশি ওয়েবসাইট হ্যাক হয়।

এ ঘটনায় ১২ জানুয়ারি পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে পল্লবীর একটি বাসা থেকে সাইটের কন্ট্রোল প্যানেল চালানোর সময় হাতেনাতে হ্যাকার মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
পিএম/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।