ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে অটোরিকশা উল্টে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
রাঙামাটিতে অটোরিকশা উল্টে নিহত ১

রাঙামাটি: রাঙামাটি শহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে  মো. ফারুক (৪৫) নামে এক ব্যক্তি  নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ চারজন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে শহরের যুব উন্নয়ন অধিদপ্তর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-মো. আমান উল্লাহ (২২), মো. রেজাউল (৩৫), মো. রায়হান (২৩) ও লুম্বীনি চাকমা (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিনগত রাত আনুমানিক ৯টার দিকে শহরের যুব উন্নয়ন এলাকায় একটি অটোরিকশা সড়কে উল্টে গেলে অটোরিকশার ভেতর থাকা পাঁচ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক নামে ওই ব্যক্তি মারা যান।  

রাঙামাটি সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. শুভ্রসোম চাকমা জানান, হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরে ওমর ফারুক নামে এক ব্যক্তি মারা গেছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।